মাদারীপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:০৮, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মাদারীপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত মার্চ ১৯, ২০১৯
মাদারীপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক রিরপার্ট :: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের ড. মোজাম্মেল হক খান কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রবিবার দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রান গোপাল দত্তসহ বেশ কয়েকজন বিষেজ্ঞ চিকিৎসক রোগী দেখে চিকিৎসা সেবা দেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) জাইকা এলামনাই এসোশিয়েশন অব বাংলাদেশ এর আয়োজন করে।

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, বিশেষ বক্তা ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি, বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি হিতোশি হিরোতা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রান গোপাল দত্ত। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, মাদারীপুর সিভিল সার্জন মো. ফরিদ হোসেন মিয়া প্রমূখ।  এ সময় রোগীদের ফ্রি চিকিৎসাপত্র এবং ঔষধ প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।