ডেস্ক রিপোর্ট :: নওগাঁর আত্রাইয়ে উপজেলার সাহেবগঞ্জে বুধবার সকালে আম চাষিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলামের নেতৃত্বে উপজেলা সাহেবগঞ্জ পূর্ব পাড়া গ্রামের মো. মিন্টু প্রাং এর আম বাগানে দ্রুত বর্ধনশীল কীটনাশক ওষুধ ব্যবহার করার সময় তাকে আটক করা হয়। তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার নবাগত অ্যাসিল্যান্ড মো. আরিফ মুর্শেদ মিশু, এএসআই সাইফুল ইসলাম প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম বলেন, আম বাগানে নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের কারণে জরিমানা করা হয়েছে। এ অভিযান অভ্যাহত থাকবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।