বন্ধ হলো বনলতার বাধ্যতামূলক খাবার
১১ মে ২০১৯, ০৭:৩০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট :: রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেসে টিকিটের সঙ্গে খাবারের মূল্য নেয়ার ব্যবস্থা থেকে সরে এসেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ১৮ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার বাধ্যতামূলক এ খাবারের মূল্য নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে এই ট্রেনে বাধ্যতামূলকভাবে টিকিটের সঙ্গে খাবারের মূল্য কেটে নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করে কর্তৃপক্ষ। এতে শুরুতেই জনপ্রিয়তা হারায় বনলতা এক্সপ্রেস। বিশেষ করে তাদের শোভন চেয়ারের যাত্রী কমতে থাকে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, এই অঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় বনলতায় টিকিটের সঙ্গে খাবারের মূল্য কেটে নেয়া বাতিল করতে যাচ্ছে। ১৮ মে থেকে যাত্রীরা ট্রেনের ভেতরে তাদের ইচ্ছেমতো খাবার কিনে খেতে পারবে। এতে বনলতায় শোভন চেয়ারের টিকিটের দাম পড়বে ৩৭৫ টাকা এবং এসি চেয়ারের দাম পড়বে ৭২৫ টাকা।