সাত ট্রাভেল এজেন্সি সিলগালা করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:১১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সাত ট্রাভেল এজেন্সি সিলগালা করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

প্রকাশিত জুন ১২, ২০১৯
সাত ট্রাভেল এজেন্সি সিলগালা করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

সংবাদদাতা সিলেট: অবৈধ ট্রাভেল ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযানে নেমে ছয় ট্রাভেল এজেন্সি সিলগালা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (ডিসি)।,
মঙ্গলবার জেলা শহরে অভিযানে ট্রাভেল এজেন্সিগুলো সিলগালা করা হয়।,
মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ জানান, আ লিক পাসপোর্ট অফিস সুনামগঞ্জকে ঘিরে আশেপাশের এলাকায় জালিয়াতির আাশ্রয় নিয়ে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি পাসপোর্ট আবেদন ফরম পুরণ, সত্যায়িত করন ও ব্যাংক চালানে ৩৪৫০ টাকার স্থলে সিষ্টেমের নামে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা করে আদায় করে আসছিলো।
এছাড়াও পাসপোর্টের আবেদন ফরম ও পাসপোর্ট আবেদনকারির ছবি সত্যায়িত করনে সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা,কাউন্সিলর,প্রভাষক গণের সীল স্বাক্ষর জালিয়াতি করে আসছিলো।
মঙ্গলবার আ লিক পাসপোর্ট অফিসের সামনে ও ভেতরে আবেদনকারিদের জটলা দেখে অপেক্ষারত পাসপোর্ট আবেদন জমাদানকারি ভোক্তভোগীদের সাথে আলাপকালে এসব অভিযোগ পেয়ে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্য্যন্ত অভিযানে নেমে সাত ট্যাভেল এজেন্সি সীল গালা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (ডিসি)।
সুনামগঞ্জ পৌর শহরের আল মামুন মার্কেটে থাকা এস এ এস এন্টারপ্রাইজ, রাহিদ ট্রাভেলস, হক এয়ার সার্ভিস, আল-রশিদ ইন্টারন্যাশনাল, থ্রী-ষ্টার এয়ার সার্ভিস, আল সায়াম এন্টারপ্রাইজ, পার্টস পোর্ট গ্যালারি সহ সাত ট্রাভেল এজেন্সি সীলগালা করা হয়।
অপরদিকে ১৭ আবেদনকারির পাসপোর্ট ফরম ছবি সীল স্বাক্ষর জালিয়াতি করে সত্যায়িত করায় প্রতারক চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার নিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ নির্দেশনা দেন জেলা পুলিশ ও সদর থানা পুলিশকে।,
অভিযান পরিচালনাকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ, গাজালা পারভীন রুহি, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন এবং সুনামগঞ্জ আ লিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক অর্জুন কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।,

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।