লালমনিরহাট সংবাদদাতা ।।
সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়,বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে হিসবে পরিচিত। স্বাধীনতা বিরোধীরা কখনও এদেশে মাথা চাড়া দিতে পারবে না। তাদেরকে প্রতিহত করবেন জনগণ।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মধুপুর এলাকায় গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিজয় দিবসের আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আজকের শিশু আগামীর দিনের ভবিষ্যত। সন্তানদের সঠিক পথে পরিচালিত করুন। এরাই দেশের ভবিষ্যত। এরাই একদিন দেশকে সঠিক পথে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, বাঙ্গালী জাতি বীরের জাতি। বাঙ্গালী জাতি কখনই কারো কাছে মাথা নত করেনি। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে তৎকালীন সাড়ে সাত কোটি বাঙ্গালী মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের চরম শিখরে উঠেছে। জনগনই স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখে দিবে। আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ জামিনুল হকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপ্যাল মুকুল চন্দ্রের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেলাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনিসুল হক, চলাবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান, অধ্যক্ষ আবু তাহের, দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল যোবায়ের আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ঢাকা থেকে আগত শিল্পিদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।