মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে ও আমেরিকার অর্থনৈতিকমুক্তি অর্জনে বাংলাদেশী আমেরিকান মুসলমানদের ভুমিকাঃ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:২০, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে ও আমেরিকার অর্থনৈতিকমুক্তি অর্জনে বাংলাদেশী আমেরিকান মুসলমানদের ভুমিকাঃ

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৯
মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে ও আমেরিকার অর্থনৈতিকমুক্তি অর্জনে বাংলাদেশী আমেরিকান  মুসলমানদের ভুমিকাঃ

আমেরিকায় মুসলমানদের সংখ্যা ১০ মিলিয়ন অর্থাৎ এক কোটি ৷ ২৮০০শত মসজিদ আছে ৷মুসলিম পেশাজীবীদের সংখ্যা ডাক্তার ৩৫ হাজার,ইজ্ঞিনিয়ার ৩০ হাজার, শিক্ষক ২৫ হাজর, কয়েক লক্ষ ব্যবসায়ী আরও অনেক প্রতিষ্টিত লোক আছেন ৷ মুসলিম বিশ্বের ৫৭ দেশের জনসংখ্যা ১.৬৮ বিলিয়ন অর্থাৎ ১শত ৬৮ কোটি নাগরিকের জন্য আমেরিকার বিরাট মার্কেট আছে ৷ বর্তমানে আমেরিকার অর্থনৈতিক অবস্হা ভাল নয় ৷ ২২ট্রিলিয়ন ডলার ঋণ , আমেরিকার ৩৩কোটি জনগনের মাথাপিছু ঋণ ৭০ হাজার ডলার ৷ এই ঋন মুক্তির জন্য মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক স্হাপন করে আমেরিকার রপ্তানী বানিজ্য বৃদ্ধি করা ,আমেরিকার শিক্ষা ব্যবস্হা বিশ্বের মধ্যে শ্রেষ্ট, তাই মুসলিম বিশ্বের ছাত্ররা আমেরিকায় পড়ার জন্য আগ্রহ সৃষ্টি করলে মুসলিম বিশ্বের ১ মিলিয়ন ছাত্র আমেরিকায় এসে পড়াশোনা করলে ৩০ বিলিয়ন ডলার আয় হবে ৷ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক মিলিয়নের মত ছাত্র পড়াশোনা করে ৷ মুসলিম বিশ্বের ধনী ব্যক্তিরা আমেরিকায় ইনভেষ্টের সুযোগ আছে৷

মিলিয়ন ডলার ইনভেষ্ট করলে গ্রীনকার্ড দেওয়া হয় ৷ ভিজিট ভিসায় ভ্রমনে আসলে আমেরিকার আয় বেড়ে যাবে ৷আমাদের কর্তব্য হবে , নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানের সাথে আলোচনা করে আমাদের পেশাজীবীদের ৫৭ টি মুসলিম দেশে অনরারী বিজনেস কাউন্সিলার হিসাবে নিয়োগ দিলে আমেরিকার অর্থনৈতিক উন্নয়নে অবদা রাখতে পারব ৷ প্রেসিডেন্ট ডোনাল ট্রামের নিকট আবেদন আমাকে মুসলিম বিশ্বের অনরারী এম্বেসেডার নিয়োগ দিলে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন করে আপনার স্বপ্ন we make America great again গঠনে অবদান রাখতে পারব ইনশাল্লাহ৷ আল্লাহ আমাদের সহায় হউন ৷

হাসান আলী, কনভেনার আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটি ৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।