সাফল্য-বিতর্কে সাকিবের বছর
২৮ ডিসে ২০১৯, ১০:২৬ অপরাহ্ণ

২০১৯ সালকে বাংলাদেশের দৃষ্টিতে সাকিব আল হাসানের বছর বললে ভুল হয় না। এই বছর বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে উল্লেখযোগ্য তিনটি ঘটনার কেন্দ্রেই ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে অতিমানবীয় হয়ে উঠেছিল তার ব্যাট-বল। সেই সাকিবই নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ক্রিকেট ধর্মঘটের। আবার বছরের শেষ দিকে সেই সাকিব আল হাসানই নিষিদ্ধ হয়েছেন ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার অভিযোগে।
সাকিবময় এই বছরে ছিল আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা।
প্রথম ট্রফি জয়
সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের ফাইনাল খেলাটা নতুন কিছু নয়। এই বছরের আগেই পাঁচটা সীমিত ওভারের টুর্নামেন্টে ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু ট্রফিটাতে কিছুতেই হাত ছোঁয়াতে পারছিল না তারা। কখনো দুই রানে, কখনো এরকম সামান্য ব্যবধানে ফাইনাল হারের কষ্ট পুড়িয়েছে বাংলাদেশকে। অবশেষে সেই অধরা ট্রফি এবার ধরা দিল আয়ারল্যান্ডে গিয়ে।