আদমদীঘিতে ডায়রিয়ায় এক মাসে দুই শতাধিক আক্রান্ত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:০৩, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আদমদীঘিতে ডায়রিয়ায় এক মাসে দুই শতাধিক আক্রান্ত

প্রকাশিত জানুয়ারি ১, ২০২০
আদমদীঘিতে ডায়রিয়ায় এক মাসে দুই শতাধিক আক্রান্ত

SAMSUNG CAMERA PICTURES

 

আদমদীঘি (বগুড়া):
বগুড়ার আদমদীঘি উপজেলায় ডায়রিয়ার ও নিমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ডিসেম্বর মাসে উপজেলায় শিশু নারীসহ প্রায় দুই শতাধিক ব্যাক্তি আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু নারীসহ ১১৬ জনকে আদমদীঘি হাসপাতাল ভর্তি করা হয়। অপর আক্রান্তদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
আদমদীঘি উপজেলা সদর হাসপাতালে অনুসন্ধান করে জানা গেছে, অত্র উপজেলার ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে গত ২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে ৩১ রুডসেম্বরী পর্যন্ত এক মাসে বিভিন্ন গ্রামে শিশু নারী পুরুষসহ প্রায় দুই শতাধিক ব্যাক্তি শীতজনিত কারনে ডায়রিয়া ও নিমোনিয়া রোগে আক্রান্ত হয়। অধিক আক্রান্তদের মধ্যে নারী শিশুসহ ১১৬ জন রোগিকে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রতিদিন হাসপাতালের বর্হিবিভাগ, উপ-স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন ক্লিনিকে অনেক ডায়রিয়া ও নিমোনিয়ায় আক্রান্ত রোগি চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়ার আক্রান্ত ভর্তি রোগির অভিভাবক নারিকেলি গ্রামের রফিকুল, বশিকোড়ার শাহ আলম, চাটখইর গ্রামের হেলাল, দাদশকুড়ি গ্রামের ফরিদুলসহ অনেকে জানান, হাসপাতাল থেকে ডায়েরিয়া রোগিদের স্যালাইন সরবরাহ অপ্রতুল্য। স্যালাইনসহ অনেক জীবন রক্ষাকারি ঔষধ বাহিরে চড়াদামে কিনে চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানান, শীতজনিত কারনে এ রোগের প্রাদুর্ভাব ঘটে। শিশুসহ সকল স্যালাইন কিছু সংকট রয়েছে। তবে খেজুর রস, ঠান্ডা ও বাসি খাবার থেকে বিরত থাকলে এ রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।