সারিয়াকা›ি, (বগুড়া):
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া ০১ আসনের টানা তিনবারের নির্বাচিত সাংসদ, কৃষিবিদ আব্দুল মান্নানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শীতকালীন সংসদ অধিবেশন শেষে ফেরার পথে হৃদয়ক্রিয়ায় আক্রান্ত হলে তাঁকে ঢাকার বেসরকারী ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আজ শুক্রবার সকাল ৭টা ৮মিনিটে তাঁর শারীরিক অবস্থা পূর্ব থেকে উন্নতি জানিয়ে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত টাইম লাইনে পোস্ট দেন এবং এমপি আব্দুল মান্নানের জন্য দেশবাসীর কাছে সুস্থতা কামনা করেন।
এব্যপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সাথে সকাল ৭.৫২ মিনিটে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি লাইফ সাপোর্টেই আছেন। আজ শুক্রবার তাঁ সুস্থ্যতা কামনা করে তাঁর নির্বাচিত (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রত্যেক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম মৃত্যুর খবর প্রচার কওে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।