স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি (রাঙ্গামাটি)
তথাগত গৌতম বুদ্ধের সত্যের ধাতু পাহাড় ডিঙিয়ে ঘুরানোর উৎসব পালন করেছেন জুরাছড়ি উজেলাধীন লুলাংছড়ি গ্রামের এলাকাবাসী। আজ শনিবার বুদ্ধ ধাতু ঘুড়ানো উৎসবে উপস্থিত ছিলেন লুলাংছড়ি মৌজার হেডম্যান আনন্দ মিত্র দেওয়ান,ইউপি সদস্য কিরণ কুমার চাকমা,পাড়া প্রধান কার্বারী জ্ঞানশ্বর চাকমা সহ হাজারো বুদ্ধ নরনারী বৃন্দ।
হেডম্যান আনন্দ মিত্র চাকমা জানান, মানুষের মধ্যে এক সময় ধর্মীয় চেতনা বোধ ছিলনা,পার্বত্য চট্রগ্রামে বনভান্তে আর্বিভাবের কারণে মানুষের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত সৃষ্টি হওয়ার ফলে পূর্বের ন্যায় বর্তমানে অনেকটা অর্থনৈতিক ভাবে স্বালম্ভী হচ্ছে বলে এমনটা মনে করেন।
লুলাংছড়ি গ্রামের বাসিন্দা ধ্রুব জ্যোতি চাকমা জানান,আমরা প্রতিবছরের ন্যায় এ বছর ও গৌতম বুদ্ধের সত্যের ধাতু পাহাড় ডিঙিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি,তার একটা কারণ ধর্ম কি জিনিজ তার কারণ আমরা এর সুফল পেয়েছি। পূর্বের সময়ে মানুষের মধ্যে কলহ হিংসা বিদ্বেষ ছিল,সেই সময় আর নেই এখন মানুষের মধ্যে ধর্মীয় চেতনা বোধ জাগ্রত হওয়ায় আমরা সমাজে ঐক্যবদ্ধ ভাবে যে সামাজিক কাজ সম্পাদন করতে পারছি।
কোন এক সময় জুরাছড়ি উপজেলার অসংখ্য খাদ্যর অভাব ছিল,পার্বত্য চট্রগ্রামে এই প্রত্যন্ত জুরাছড়ি উপজেলায় শ্রদ্ধেয় বনভান্তের পর্দাপন করার ফলে ধর্মীয় রীতি নীতি অনুসরন করে পারিবারিক সামাজিক ক্ষেত্রে মানুষ অনেকটা সচেতন হয়েছেন। তাই বনভান্তের শিষ্য সংঘ এখন প্রতিনিয়ত বুদ্ধের অহিংসা নীতি প্রচার চালিয়ে যাচ্ছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।