আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর প্রতিনিধি ঃ
‘দুযোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে গাংনীতে জাতীয় দূুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ পালিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল সোয়া ১০ টার সময় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র্যালি, আলোচনা সভা চিত্রাংকন প্রতিযোগিতা ও অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানূর রহমান।
এসময় র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ সহঃ প্রকৌশলী জাকির হোসেন,জেলা জাতীয় পার্টির সেক্রেটারী সাইফুল ইসলাম সেলিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তফা জামান, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, ফায়ার সার্ভিস বামন্দী শাখার প্রতিনিধি মহিউদ্দীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ। র্যালি শেষে ফুটবল মাঠে ফায়ার সার্ভিস বামস্দী শাখার ষ্টেশন মাষ্টার ইছাহক আলী ও লিডার মহিউদ্দীন আহমেদের নেতৃত্বে অগ্নি নির্বাপনের মনোমুগ্ধকর মহড়া পরিচালিত হয়।
ফুটবল মাঠে অগ্নি নির্বাপন মহড়া শেষে এসি ল্যান্ডের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।এসময় প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।