শ্রীনগর (মুন্সীগঞ্জ) :
শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ ভূইয়া (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি….রাজিউন)। সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্র, নাতি নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরে বাদ আছর শ্রীনগর স্টেডিয়ামে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সানজিদা খানম এমপি, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, কেন্দ্রীয় বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, শ্রীনগর থানার এসআই মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন মাস্টার, আনিছুল ইসলাম তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা নামাজ শেষে উপজেলার হরপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।