আটোয়ারী (পঞ্চগড়) ঃ
উপজেলার চলমান করোনা পরিস্থিতি নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯মে) রাতে আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মো: আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাংবাদিক ব্যক্তিত্ব মো: নাঈমুজ্জামান মুক্তা। সাংবাদিক মনোজ রায় হিরু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন আটোয়ারী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জিল্লুর হোসেন সরকার, ধামোর ইউ,পি চেয়ারম্যান ও কার্যকরী সদস্য নজরুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী, সাধারন সম্পাদক মো: জাহেরুল ইসলাম, সাংবাদিক মো: হাসিবুর রহমান, মো: লিহাজ উদ্দীন ও রাব্বু হক প্রধান প্রমূখ। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় উভয় প্রেসক্লাবের আরও অনেক সদস্য সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।