আটোয়ারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২২, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আটোয়ারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

ADMIN, USA
প্রকাশিত মে ১০, ২০২০
আটোয়ারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

 

আটোয়ারী (পঞ্চগড়) ঃ
উপজেলার চলমান করোনা পরিস্থিতি নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯মে) রাতে আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মো: আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাংবাদিক ব্যক্তিত্ব মো: নাঈমুজ্জামান মুক্তা। সাংবাদিক মনোজ রায় হিরু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন আটোয়ারী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জিল্লুর হোসেন সরকার, ধামোর ইউ,পি চেয়ারম্যান ও কার্যকরী সদস্য নজরুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী, সাধারন সম্পাদক মো: জাহেরুল ইসলাম, সাংবাদিক মো: হাসিবুর রহমান, মো: লিহাজ উদ্দীন ও রাব্বু হক প্রধান প্রমূখ। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় উভয় প্রেসক্লাবের আরও অনেক সদস্য সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।