রোয়াংছড়ি সহায়তা পেল ৯০৮টি পরিবার – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৯, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রোয়াংছড়ি সহায়তা পেল ৯০৮টি পরিবার

প্রকাশিত মে ১৫, ২০২০
রোয়াংছড়ি সহায়তা পেল ৯০৮টি পরিবার

Manual1 Ad Code

হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) :
বান্দরবানের রোয়াংছড়িতে করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন অসহায়দের মধ্যে ইউকেইড অর্থায়নের ইউনোপস সার্বিক সহযোগিতায় ও বান্দরবান জেলা ২০১৯ সনের বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত পবিবারদের জন্য পূর্ণবাসন সহায়তা কর্মসূচী প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা কারিতাস (আইসিডিপি-সিএইচটি) ও তৈমু থেকে শর্তহীন নগদ আর্থিক ৫১ লক্ষ ৭৫ হাজার ৬শত টাকা অনুদানে সহায়তা পেলেন ৯০৮টি পরিবার। জানা যায়, রোয়াংছড়ি উপজেলা রোয়াংছড়ি ইউনিয়নে ২৩৭টি পরিবার, তারাছা ইউনিয়নে ২৩১টি পরিবার, আলেক্ষ্যং ইউনিয়নে ২২০টি পরিবার ও নোয়াপতং ইউনিয়নে ২২০টি পরিবার সহ ৪টি ইউনিয়নে ৯০৮টি পরিবারে প্রত্যেকের ৫ হাজার ৭শত টাকা করে শর্তহীন নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২০) বিকাল উপকারভোগীদের অনুদানে সহায়তা বিতরণে সময় তৈমু উপজেলা সমন্বয়কারি এনজয় ত্রিপুরা বলেন ইউকেইড অর্থায়নের ইউনোপস সার্বিক সহযোগিতায় মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করেছেন যৌথভাবে বেসকারি সংস্থা কারিতাস (আইসিডিপি-সিএইচটি) ও তৈমু। সরকারী পাশাপাশি বৈশ্বি মহামারী ও ক্রান্তিকালে করোনায় প্রাদুর্ভাবের কর্মহীন অসহায় ও অস্বচ্ছল পরিবারকে কারিতাস ও তৈমু যৌথভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে শর্তহীন নগদ আর্থিক অনুদানে সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক বিতরণে সময় উপস্থিত ছিলেন ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,সংরক্ষিত মহিলা মেম্বার সুনিতা তঞ্চঙ্গ্যা,১নং ইউপি মেম্বার চসিনু মারমা,বান্দরবানে কারিতাস অফিসের প্রকল্পের রিপোর্টিং ও ডুকমেন্টারি কর্মকর্তা সুবাশ ত্রিপুরা তৈমু উপজেলা প্রকল্প সমন্বয়কারী এনজয় ত্রিপুরা, কারিতাসের উপজেলা সমন্বয়কারী যোসেফ প্রীতিকান্তি ত্রিপুরা,সুপারভাইজার চৌনি মারমা ও মাঠ পর্যায়ে এনিমেটর সহ আরো অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code