কুয়াকাটা (পটুয়াখালী) :
“তামাক কোম্পানীর কুটজাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুনদের বাঁচাও” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলো স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবদুল মান্নান, কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সরকারী কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।