গনমানুষের প্রিয় ছিলেন শেখ সাব হুজুর – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৪৯, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

গনমানুষের প্রিয় ছিলেন শেখ সাব হুজুর

প্রকাশিত জুন ২৭, ২০২০
গনমানুষের প্রিয় ছিলেন শেখ সাব হুজুর

Manual2 Ad Code

ইব্রাহিম খলিলঃ আমাদের পরম শ্রদ্ধেয়, দারুসসুন্নাহ গলমুকাপন মাদ্রাসার মুহতামিম, দেশ বরেণ্য আলেমেদ্বীন, আব্দুস শহিদ শায়খে গলমুকাপনির ইন্তেকালে মনটা খুবই ভারাক্রান্ত। সিলেট তথা দেশের শীর্ষস্থানীয় একজন ইসলামী ব্যক্তিত্ব ছিলেন তিনি। অত্যন্ত সাদামাটা জীবন, ছোট বড় সবার সাথে সুহৃদ সর্ম্পকের কারনে তিনি গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার মৃত্যুতে সারাদেশের ধর্মপ্রান মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে আমাদের এলাকায় সর্বস্তরের মানুষের হৃদয়ে চলছে নীরব কান্না। এইতো একটু আগেও দেশে ফোনে আব্বার সাথে কথা বলছিলাম। বার বার ঘুরে ফিরে তিনি প্রিয় শেখ সাব হুজুরের কথা বলছিলেন। অনেক স্মৃতিচারন করলেন। আব্বার সাথে তার মহব্বতের সম্পর্ক ছিলো। তার সাথে দেখা হলেই শেখ সাব হুজুর আমার খোঁজ খবর নিতেন। আমার জন্য দোয়া করতেন। গেলো কয়েক বছর আগে লন্ডন সফরে আসলে তার সাথে আমাদের সাক্ষাৎ হয়। গলমুকাপন দারুসুন্নাহ মাদ্রাসার উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তিনি খুবই সরব ছিলেন। আজীবন এই প্রতিষ্ঠানটির জন্য মেহনত করেছেন। গত বছর বাংলাদেশ সফরে গেলে তিনি অনুরোধ করেন তাঁর সাথে যেনো সাক্ষাৎ করে আসি। আব্বাকে নিয়ে এক বিকেলে তার বাড়িতে গেলাম। অত্যন্ত খুশি হলেন। অনেক আপ্যায়ন করালেন। মাদ্রাসার কল্যানে কাজ করতে অনুরোধ করলেন। আজ আমাদের এলাকায় তুলনামূলকভাবে ভালো পরিবেশ এবং মানুষের মধ্যে সম্প্রতির যে বন্ধন হয়েছে, এ জন্য অনণ্য ভূমিকা রেখেছে দেশসেরা এই আল্লামা ফখরুদ্দিন (র), শেখ সাব হুজুর, আল্লামা মাসউদ আহমদ শায়্খে বাঘার হুজুরসহ অসংখ্য আলেম উলামাদের দোয়া এবং পদচারনায়। আল্লাহ রাব্বুল আলামিন যেনো তাদের ছোটখাটো ভূলত্রুুটি মাফ করে দিয়ে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দেন এবং জীবিতদের নেক হায়াত দান করেন। আমিন।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code