অনাহারে প্রতিদিন মারা যেতে পারেন ১২ হাজারের বেশি মানুষ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:০৭, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অনাহারে প্রতিদিন মারা যেতে পারেন ১২ হাজারের বেশি মানুষ

ADMIN, USA
প্রকাশিত জুলাই ৯, ২০২০
অনাহারে প্রতিদিন মারা যেতে পারেন ১২ হাজারের বেশি মানুষ

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বিশ্ব ‘ক্ষুধা মহামারির’ কিনারায়। করোনা ভাইরাস মহামারির চেয়েও বেশি মানুষ ক্ষুধায় মারা যেতে পারেন। এখনই সঠিক পদক্ষেপ না নিতে পারলে বিশ্বে প্রতিদিন ১২ হাজারের বেশি মানুষ অনাহারে মারা যেতে পারেন বলে সতর্ক করেছে দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার অক্সফাম ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। অক্সফাম বলছে, বিশ্ব এখন ‘ক্ষুধা মহামারির’ কিনারায়। করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি লাখ লাখ মানুষকে অনাহারের দিকে ঠেলে দিয়েছে। সারাবিশ্বের দরিদ্র সম্প্রদায়ের মানুষ বার বার পরিষ্কার জরুরি বার্তা দিচ্ছে, করোনা ভাইরাসের আগে ক্ষুধা তাদের মেরে ফেলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।