অস্ট্রেলিয়ায় ২০২১-এ বিশ্বকাপ হলে পুরোনো টিকিটেই খেলা দেখা যাবে
২২ জুলা ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, ঢাকা : অস্ট্রেলিয়ায় ২০২১-এ বিশ্বকাপ হলে পুরোনো টিকিটেই খেলা দেখা যাবেছবি: সংগৃহীত করোনা ভাইরাসের কারণে অবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ স্থগিত করা হয়েছে। তবে একইসঙ্গে প্রশ্ন উঠেছে যারা ইতোমধ্যে ম্যাচের টিকিট কিনেছেন তাদের কি হবে? এমন প্রশ্নের উত্তর জানিয়ে দিল খোদ আইসিসি। কিন্তু যদি বিশ্বকাপটি ২০২২ সালে মাঠে গড়ায়, তবে টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শক-সমর্থকরা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর বসার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় স্থগিত করে আইসিসি।