সুনামগঞ্জে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সহযোগিতা অব্যাহত বিজিবির - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৪১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সুনামগঞ্জে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সহযোগিতা অব্যাহত বিজিবির

ADMIN, USA
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
সুনামগঞ্জে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সহযোগিতা অব্যাহত বিজিবির

চলমান কোভিড পরিস্থিতি ও বন্যায় সুনামগঞ্জের হতদরিদ্র জনগণকে স্বাবলম্বী করতে ধারাবাহিকভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। ‘আলোকিত সীমান্ত’ প্রকল্পের আওয়তায় বিজিবির কোম্পানি কমান্ডার ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বয়স্ক, বন্যায় ক্ষতিগ্রস্ত, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীসহ অনেককেই স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে বিজিবির উদ্যোগে।

 

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার বিস্তৃর্ণ সীমান্ত এলাকায় গত ২৮ সেপ্টেম্বর হতে আজ পর্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত ২৯টি পরিবারকে ভ্যানগাড়ী, নৌকা, ক্ষুদ্র টি-স্টল ও দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং গবাদি পশু বিতরণ করা হয়েছে। এখানে শেষ নয়, অব্যাহত রয়েছে প্রকল্পটি।

২৮বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, সীমান্তবর্তী অসহায়, গরীব, দুস্থ ও হতদরিদ্র জনসাধারণকে সারাবছর ব্যাপী এভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করার জন্য সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।