ইতালিতে CAF সি এস এন তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স সম্পূর্ণ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:৫৬, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইতালিতে CAF সি এস এন তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স সম্পূর্ণ

প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
ইতালিতে CAF সি এস এন তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স সম্পূর্ণ

Manual8 Ad Code

ইতালি প্রতিনিধি ::

Manual3 Ad Code

ইতালির অন্যতম পর্যটন নগরী ভেনিসে রবিবার চারতারকা হোটেলে CAF সি এস এন এর পরিচালনায় তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স ২০২০ সম্পূর্ণ হয়,COVID -১৯ এর এই মুহূর্তে শিক্ষার্থীরা বেপক আগ্রহ প্রকাশ করেন, প্রায় ৩০০ এর বেশি শিক্ষার্থী রেজিস্টেশন করেন । তার মধ্যে থেকে শুধুমাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে কোর্সটি আয়োজন করা হয় , তবে বাকি শিক্ষার্তী যারা কোর্সে অংশগ্রহণ করতে পারেনি তাদের নিয়ে ইতি মধ্যে বিভিন্ন শহরে কোর্সের আয়োজন করা হচ্ছে।


ইতিমধ্য ভেনিস ফিরেন্স শহরে সম্পন্ন হয়েছে। আগামী ১০ অক্টবর রোমে অনুষ্ঠিত হবে। কোর্সের আয়োজক কাফ সি এস এন পরিচালক ও প্রশিক্ষক পলাশ হাওলাদার জানান, প্রবাসী বাংলাদেশীদের বিভিন্নধরনের সরকারী সুযোগ সুবিধা দিতে দক্ষ কাফ অপারেটর তৈরীর জন্য ইতালীতে বিগত ৫ বছর ধরে CAF সি এস এন নান ধরণের কোর্স এর আয়োজন করে আসছে।

Manual2 Ad Code

এছাড়া শীঘ্রই বিভিন্ন শহরে কাফের অফিস/সেন্টার চালু হচ্ছে । অ্যাপস বা কল সেন্টারের এর মাধ্যমে সরাসরি বোনাস আবেদন করতে পারবেন ইতালী প্রবাসীগন।
পরিশেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য কোর্সের সার্টিফিকেট বিতরণ করেন আয়োজকরা এবং উপস্থিত সকল সকলকে ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code