কুয়াকাটা সহিংসতা বিরোধী সাইকেল র‌্যালি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:২১, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কুয়াকাটা সহিংসতা বিরোধী সাইকেল র‌্যালি

ADMIN, USA
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০
কুয়াকাটা সহিংসতা বিরোধী সাইকেল র‌্যালি

 

কুয়াকাটা (পটুয়াখালী) :
“পারিবারিক সুশিক্ষাই পারে, সমাজের সকল প্রকার সহিংসতা ঠেকাতে” এমন শ্লোগান নিয়ে ঢাকা মানিক মিয়া এভিনিউ থেকে ৭৭জন সাইক্লিষ্ট কুয়াকাটায়। হেমন্ত রাইডার্স সাইক্লিং গ্রুপ শুক্রবার সমুদ্র সৈকতে এসে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে পর্যটকসহ এলাকাবাসীর মাঝে সচেতনামূলক নানা প্রচারণা চালায়। শনিবার সকালে পটুয়াখালী উদ্দেশ্যে কুয়াকাটা থেকে যাত্রা শুরু করেন।
ওই গ্রুপের একমাত্র নারী সাইক্লিষ্ট রাহেমা আক্তার নদী বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে হলে প্রয়োজন পারিবারিক সচেতনতা। পারিবারিক সচেতনতাই পারে নারীও শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে। প্রতিটি নারী ও শিশুর শংকামুক্ত আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
হেমন্ত রাইর্ডাস গ্রুপের এডমিন সাইক্লিষ্ট মোহাম্মদ হেদায়েউল হাসান ফিলিপ বলেন, সম্প্রতি সময় সারাদেশে ধর্ষণসহ শিশু নির্যাতন যে হারে বাড়ছে তা থেকে রক্ষা পেতে “পারিবারিক সুশিক্ষাই পারে, সমাজের সকল প্রকার সহিংসতা ঠেকাতে এমন শ্লোগানকে সামনে রেখে সারা দেশ ব্যাপী সচেতনতামুলক প্রচারণা চালিয়ে যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।