ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে ঋণ দিতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৩০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে ঋণ দিতে হবে

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে ঋণ দিতে হবে

সম্পাদকীয়: প্রণোদনা প্যাকেজ কর্মসূচির আওতায় আগামী তিন বছরে করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস খাতে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকার বিশেষ মূলধন ঋণ বিতরণ করবে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের হাতে এ ঋণ সুবিধা পৌঁছানো জরুরি। বর্তমানে প্রণোদনা প্যাকেজের আওতায় যেসব ঋণ দেয়া হচ্ছে, নীতিগত কিছু সমস্যার কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে তা পৌঁছাচ্ছে না উল্লেখ করে ব্যবসায়ীরা অর্থনীতিতে সুফল পাওয়ার লক্ষ্যে আলোচ্য ঋণ সহায়তার তিন ভাগের এক ভাগ নির্দিষ্ট করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দ এবং বাকি দুই ভাগ বড় শিল্প ও সার্ভিস খাতে বিতরণ করার কথা বলছেন। তাদের বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত। করোনা ভাইরাসের প্রকোপ বিশ্ব অর্থনীতিকে যেমন সংকটে নিমজ্জিত করেছে, একইভাবে দেশের অর্থনীতিও নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট করোনাভাইরাস মহামারীর প্রভাবে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ব্যাপক অর্থনৈতিক ক্ষতির কথা উল্লেখ করে বাংলাদেশের অর্থনীতিতেও বিপর্যয় নেমে আসার পূর্বাভাস দিয়েছে। এজন্য বিভিন্ন প্রণোদনার আওতায় প্রদেয় ঋণ সহায়তার সুষ্ঠু ব্যবহারের পাশাপাশি সঠিক সমস্যা চিহ্নিত করে মোকাবেলার উদ্যোগ গ্রহণ ও প্রকৃত উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।