রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা ইউছুপ'কে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন - BANGLANEWSUS.COM
  • ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা ইউছুপ’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন

STAFF USBD
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২০
রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা ইউছুপ’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) :
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউছুপ নবীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ডিসেম্বর) সকাল ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়নের ডিঙ্গালুঙ্গা বানিয়ার খোলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মসজিদ মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুপ নবী’র দাফনের আগে মসজিদ মাঠে রাঙ্গুনিয়া থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, পোমরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন চৌধুরী, বেতাগী ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম, সাবেক চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা আ.লীগের সংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম আইয়ুব, ইউপি সদস্য জানে আলম, দিদারুল ইসলাম, এসকান্দর, জাহাঙ্গীর আলম,ইসবাল হোসেন-সহ আ.লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ইউছুপের ছোট ছেলে মো.সোহেল জানান সোমবার(৩০নভেম্বর) বিকেলের দিকে তিনি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ব্রেইন স্ট্রোকে মারা যায় বলে জানায় স্বজনদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।