শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর)
দেশ ব্যাপি ধাপে ধাপে পৌরসভা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের সব পৌরসভা নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ৫৯ টি বুতে ১৯ হাজার ৯৯২ জন ভোটার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। মধুখালীতে পৌর নির্বাচনে প্রথম। আগামী ১০ ডিসেম্বর এ ভোট গ্রহণ হবে।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মধুখালী পৌর আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন, বিএনপির মনোনিত পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ। ৯টি ওয়ার্ডের কাউন্সিল পদে ৩০ জন ও মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন।
ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও মধুখালী পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ এনামুল হক জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মধুখালীতে প্রথমবারের মত ইভিএম’র মাধ্যমে এই নির্বাচনে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আগামি ৪ ও ৫ ডিসেম্বর ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও ৭ ডিসেম্বর ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ক্যাম্পেইন করে ইভিএমে কিভাবে ভোট দিতে হয়,সে বিষয়ে ভোটারদের অনুশীলনমূলক প্রশিক্ষণ দেয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।