আটঘরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আতœরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:১০, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আটঘরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আতœরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২০
আটঘরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আতœরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ

 

আটঘরিয়া প্রতিনিধি ঃ
নাগরিক সমাজ শক্তি শালীকরনের মাধ্যমে নারীর অধিকারকে সুরক্ষা ও প্রতিষ্ঠায় ইউরোপিয়ন ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর বাস্তবায়নে আটঘরিয়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আতœরক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই প্রশিক্ষন পরিচালনা করেন জাতীয় কোচ ও আর্ন্তজাতিক রেফারি কারাতে সিতোরিও ব্লাক বেল্ট ৬ষ্ট ড্যান শেখ ওয়াহেদ আলী সিন্টু। উপজেলার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়, খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়, মতিঝিল উচ্চ বিদ্যালয়, একদন্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল মঙ্গলবার প্রতিটি বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীদের এই প্রশিমক্ষণ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আমরাই পারির কর্মী আশিকুর রহমান আশিক, এফএফ আবুল কালাম আজাদ, এফএফ ফুলজান খাতুন ফুলি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।