ডেস্ক নিউজ, ঢাকা: আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস আশাবাদী, ‘লম্বা বিরতির পর প্রস্তুতি শুরু করেছি। প্রস্তুতি ভালো। কোনও চোট সমস্যা নেই। এই টুর্নামেন্ট নিয়ে আমাদের প্রত্যাশা বড়। ম্যাচগুলো কঠিন হবে, তবে ছেলেরা প্রস্তুত, অনুপ্রাণিত। ভালো শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বড় প্রত্যাশা, আপনারা বুঝতেই পারছেন, আবাহনী এই প্রতিযোগিতার ১১বারের চ্যাম্পিয়ন।ফেডারেশন কাপের সাফল্যে আবাহনীর ঠিক পরের স্থানেই মোহামেডান। ১০টি শিরোপা আছে তাদের। যদিও সর্বশেষটি সেই ২০০৯ সালে। এরপরও দলটির অস্ট্রেলিয়ান কোচ শন লেনের অধীনে ভালো করতে প্রস্তুত তারা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এসে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছে দলগুলো। ফেডারেশনের কাপে আবাহনীর ঈর্ষণীয় সাফল্য। রেকর্ড ১১বারের চ্যাম্পিয়ন। গত মৌসুমে শিরোপা জিততে না পারায় এবার পুনরুদ্ধারে মরিয়া দলটি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।