করোনার দ্বিতীয় ঢেউ: স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে
২৪ ডিসে ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ণ

সম্পাদকীয়: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। উদ্বেগের বিষয় হল, মাঝে হ্রাস পেলেও এখন আবার বেড়ে চলেছে শনাক্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থায় কার্যকর ভ্যাকসিন হাতে পাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণ কর্তৃক স্বাস্থবিধি মেনে চলার পাশাপাশি সরকারি পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন জরুরি। এ সত্য অস্বীকার করার উপায় নেই যে, শুরু থেকেই দেশে করোনা মোকাবেলায় এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ করা গেছে, যা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও প্রকট হয়েছে। কাজেই শীতকালে করোনাভাইরাস সংক্রমণের ‘দ্বিতীয় ঢেউ’ থেকে দেশবাসীকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে বিরাজমান সমন্বয়হীনতা কাটিয়ে ওঠার পাশাপাশি মানুষকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার ব্যাপারে সচেতন, প্রয়োজনে বাধ্য করা প্রয়োজন।মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যেসব এনজাইম আছে, তা স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রায় কম কার্যকর হয়ে পড়ে।