দেশের প্রবাসের বাংলাভাষীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ আদনান – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪৯, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

দেশের প্রবাসের বাংলাভাষীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ আদনান

প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০
দেশের প্রবাসের বাংলাভাষীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ আদনান

Manual5 Ad Code

দেশের প্রবাসের সকল বাংলা ভাষীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব, বাংলানিউজইউএসডটকমের সিইও, দৈনিক ইনকিলাবের যুক্তরাষ্ট্র প্রতিনিধি, মিলেনিয়াম টিভির হোসট ও কর্মকর্তা, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহফুজ আদনান ।

Manual8 Ad Code

তিনি এক শুভেচ্ছা বার্তায় বিশ্বের সকল বাংলাভাষীদের সর্বাংগীন মংগল কামনা করে নয়া ইংরেজি বছর ২০২১ সালের সবাইকে শুভেচ্ছা দিয়েছেন । সেই সাথে প্রত্যাশা করেন এই বছরটি সবার জন্য যেন হয় শান্তির আর সমৃদ্ধির। করোনা আর কুসংসকার মুক্ত পৃথীবি তিনি কামনা করেন । তিনি শুভেচ্ছা বার্তায় কামনা করেন সারা পৃথিবীর মানুষ যেন একে অপরের প্রতি হিংসা, বিদ্ধেষ, মারামারি, হানা হানির মনোভাব না রাখেন, সবার প্রতি সবাই যেন শ্রদ্ধাশীল হয়।
সবাই যেন সুখী হতে পারে আর শান্তিতে থাকতে পারে এই হলো নতূন বছরের কামনা ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code