বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে নাটক আসছে ইউটিউব চ্যানেলে । - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩৪, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে নাটক আসছে ইউটিউব চ্যানেলে ।

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২১
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে নাটক আসছে ইউটিউব চ্যানেলে ।

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে রাদ মাল্টিমিডিয়া নিবেদিত নিউইয়রক প্রবাসী লেখক মোঃবোরহানুদ্দীনের রচনায়, নূর-ই-আলম সুমনের পরিচালনায় খুব শীঘ্রই আসছে ইউটিউব চ্যানেলে ।

 

ধারাবাহিক নাটক (ছলনাময়ী) ও (পূর্বাশার আলো)। চরিত্রায়নেঃ চমক তারা, পলাশ লোহ, ইকরাম, তাহারাত রায়তা, শিউলী, স্বপন,  আক্তারুজামান ওআৱো অনেকে। প্রবাসী লেখক বোরহান উদ্দিন বলেন, রাদ মালটি মিডিয়া থেকে আমরা সবসময়ই চেষ্টা করি দর্শক শ্রোতাদের ভালো কিছু উপহার দেয়ার । সেই দৃষ্টি কোণ থেকে আমাদের এই প্রয়াস ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।