বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক শহীদ গৌছ আলী স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গত শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ সুরমার সিলাম চকের বাজারস্থ শাহ তৈয়ব ছয়লানী(রহ.) মাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক গৌছ আলীর পুত্র প্রবাসী পারভেজ আহমদ বাদলসহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ। দোয়া পরিচালনায় করেন জামে মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলাম।
উল্লেখ্য তৎকালীন ইপিআর এর ল্যান্সনায়েক বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের অধিনে চট্টগ্রাম জেলার হালীশহরে সম্মুখ যুদ্ধে ২৬ জুন পাক বাহিনীর হাতে শাহাদত বরন করেন। তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শেখপাড়ায় ১জুন ১৯৩৮ সালে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম জমশেদ আলী। -সংবাদ বিজ্ঞপ্তি
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।