কোভ্যাক্সের আওতায় ১০ লাখের বেশি টিকা পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:২২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কোভ্যাক্সের আওতায় ১০ লাখের বেশি টিকা পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত জুন ১২, ২০২১
কোভ্যাক্সের আওতায় ১০ লাখের বেশি টিকা পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ

কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ১০ লাখ ৮০০ ডোজ করোনাভাইরাসের টিকা পাচ্ছে বাংলাদেশ। শিগগিই ওই টিকা দেশে আসবে বলে শুক্রবার (১১ জুন) সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, কোভ্যাক্স কর্মসূচির আওতায় আমরা শিগগিরই ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি। তবে কবে নাগাদ এ টিকা আসবে, তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

তিনি বলেন, সুন্দর একটি দিনে সুখবর পেলাম। এ দিনে আমাদের নেত্রী (শেখ হাসিনা) কারামুক্ত হয়েছিলেন। তবে কবে নাগাদ এই টিকা দেশে আসতে পারে, সে ব্যাপারে তিনি নিশ্চিত জানেন না বলে জানান মন্ত্রী।

জানা গেছে, ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার টিকার মাধ্যমে দেশে টিকাদান কার্য়ক্রম শুরু হয়। দেশে এ পর্যন্ত প্রথম ডোজের ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন ও দ্বিতীয় ডোজের ৪২ লাখ ৪০ হাজার ৮৫৬ জন টিকা নিয়েছেন।

টিকার ঘাটতি থাকায় গত ২৫ এপ্রিল থেকে অ্যাস্ট্রেজেনেকার টিকা দেয়া বন্ধ রয়েছে। প্রথম ডোজের টিকা নিয়ে দ্বিতীয় ডোজের টিকার অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ মানুষ। এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।