প্রণোদনা না পেলে প্রদর্শনী করবে না ঢাকা থিয়েটার ও আরণ্যক
প্রণোদনা না পেলে প্রদর্শনী করবে না ঢাকা থিয়েটার ও আরণ্যক
banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১
সাহিত্য-শিল্প-সংস্কৃতি ডেস্কঃ এক বছরের জন্য মিলনায়তন ভাড়া মওকুফ ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়ে নাট্য প্রদর্শনী বাতিল করেছে দেশের শীর্ষ দুই নাট্য সংগঠন ঢাকা থিয়েটার ও আরণ্যক। আগামী শুক্রবার জাতীয় নাট্যশালায় নাটকের প্রদর্শনী করার জন্য এ দুটো সংগঠনকে মিলনায়তন বরাদ্দ দিয়েছিল জাতীয় নাট্যশালার মিলনায়তন বরাদ্দ কমিটি।
সোমবার সন্ধ্যায় ঢাকা থিয়েটার ও আরণ্যক থেকে মিলনায়তন বরাদ্দ কমিটিকে জানানো হয়েছে, সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য আগামী এক বছর শিল্পকলার সকল মিলনায়তনের ভাড়া মওকুফ করতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনকে বিশেষ প্রণোদনা দিতে হবে। তা না হলে মিলনায়তন ভাড়া নিয়ে নাট্য প্রদর্শনী করবে না সংগঠন দুটি।
আরণ্যক এর প্রধান সম্পাদক মামুনুর রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা নাট্য প্রদর্শনী বাতিল করেছি শর্ত সাপেক্ষে। আমাদের চাওয়া আগামী এক বছর শিল্পকলার সকল মিলনায়তনের ভাড়া সাংস্কৃতিক সংগঠনের জন্য মওকুফ করতে হবে। পাশাপাশি সকল সাংস্কৃতিক সংগঠনকে বিশেষ প্রণোদনা দিতে হবে।
একই রকম দাবি জানিয়ে নাট্য প্রদর্শনী বাতিল করেছে ঢাকা থিয়েটার। নাট্যদলটির প্রধান ও দেশের অগ্রজ নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা মহামারির কারণে দেশের প্রায় সব সাংস্কৃতিক সংগঠনই আর্থিক সংকটে পড়েছে। সরকারকে সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাই।
এদিকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের কাছে লিখিত চিঠি দিয়ে একই দাবি তুলে ধরেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গত বুধবার (৮ সেপ্টেম্বর) সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ। চিঠিতে শিল্পকলা একাডেমির সকল মিলনায়তনের ভাড়া আগামী এক বছরের জন্য মওকুফ এবং প্রতিটি অনুষ্ঠানের জন্য আয়োজনকারী সাংস্কৃতিক সংগঠনকে ৫ হাজার টাকা বিশেষ প্রণোদনা দেয়ার আবেদন জানানো হয়।
কামাল বায়েজীদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা গত সপ্তাহে সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে চিঠি লিখে হল ভাড়া মওকুফ ও বিশেষ প্রণোদনার আবেদন জানিয়েছি। সোমবার জাতীয় নাট্যশালার মিলনায়তন বরাদ্দের সভা ছিল। আমরা ভেবেছিলাম, সেখানে মিলনায়তনের ভাড়া মওকুফের ঘোষণা শুনতে পাবো। কিন্তু সেটি হয়নি। এজন্য প্রতিবাদ জানিয়ে দেশের শীর্ষ নাট্য সংগঠন ঢাকা থিয়েটার ও আরণ্যক তাদের নির্ধারিত নাট্য প্রদর্শনী বাতিল করেছে। আমরা সরকারের কাছে সাংস্কৃতিক সংগঠনের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানাই।