১০ হাজার ৫০০ শ্রমিককে ভিসা দেবে ব্রিটেন

Daily Ajker Sylhet

newsup

২৭ সেপ্টে ২০২১, ০৮:২৮ অপরাহ্ণ


১০ হাজার ৫০০ শ্রমিককে ভিসা দেবে ব্রিটেন

গ্রেট বৃটেন ডেস্কঃ ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি থেকে ইউটার্ন নিয়েছে বৃটিশ সরকার। দেশটি শনিবার ঘোষণা করেছে, ব্রিটেনে লরিচালক এবং পোল্ট্রিকর্মীর ঘাটতি কমাতে ১০ হাজার ৫০০ অস্থায়ী কর্মীর ভিসা দেবে ।

এই ভিসা কার্যক্রম আগামী মাস থেকে ডিসেম্বরের শেষ নাগাদ চালু থাকবে, দেশটি চালক ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খাতে শ্রমিকের বিশাল ঘাটতির সাথে লড়াই করছে। এতে জ্বালানি সরবরাহ এবং অন্যান্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ট্যাঙ্কারচালকের ঘাটতির কারণে সাম্প্রতিক দিনগুলোতে পেট্রোল স্টেশনগুলোতে ভিড় সৃষ্টি হয়েছে, সরবরাহের অভাবে গ্যারেজ বন্ধ হয়ে যাওয়ার পরে আতঙ্কিত না হওয়ার জন্য সরকারের আহবান উপেক্ষা করে মানুষ স্টেশনে ভিড় করছে।

এই পদক্ষেপ প্রধানমন্ত্রী বরিস জনসনের সিদ্ধান্তের বিপরীত, তার সরকার ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি কঠোর করেছিল, তিনি বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতার অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।