ফাইজারের করোনার ওষুধ ৮৯ শতাংশ মৃত্যু ঝুঁকি কমায় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:১৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ফাইজারের করোনার ওষুধ ৮৯ শতাংশ মৃত্যু ঝুঁকি কমায়

newsup
প্রকাশিত নভেম্বর ৫, ২০২১
ফাইজারের করোনার ওষুধ ৮৯ শতাংশ মৃত্যু ঝুঁকি কমায়

নিউজ ডেস্কঃ 

মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার-বায়োএনটেকর তৈরি মুখে খাওয়ার ওষুধ কোভিড সংক্রমণের চিকিৎসায় হাসপাতালে যাওয়ার কিংবা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়। শুক্রবার কোম্পানিটির তরফ থেকে এই দাবি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

 

 

এই সাফল্য পাওয়ার পর নির্ধারিত সময়ের আগেই এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক অ্যান্ড রিজব্যাকের তৈরি বিশ্বের প্রথম অনুমোদিত মুখে খাওয়ার করোনার ওষুধ মলনুপিরাভ মৃত্যুর ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনতে পারবে বলে ব্যবহারিক প্রয়োগে দারুণ সাফল্যের পর প্রতিষ্ঠানটি দাবি করেছিল। তবে মেরেকের উৎপাদিত ওষুধের তুলনায় ফাইজারের ওষুধ অনেক বেশি কার্যকর বলে প্রতিষ্ঠানটির পরীক্ষামূলক প্রয়োগে দেখা যাচ্ছে।

তবে ফাইজারের তরফ থেকে ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ফাইজারের ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল সামনে আসার পর কোম্পানিটির শেয়ারের দাম ১৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে মেরেকের শেয়ারের দাম ৬ শতাংশ কমেছে।

ফাইজার এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে শতকরা ২০ জনের ক্ষেত্রে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।