আইসিসি হল অব ফেমে জয়াবর্ধনে-পোলক-ব্রিটিন

Daily Ajker Sylhet

newsup

১৪ নভে ২০২১, ১২:৫৬ অপরাহ্ণ


আইসিসি হল অব ফেমে জয়াবর্ধনে-পোলক-ব্রিটিন

স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে নতুন করে আরও নতুন তিন ক্রিকেটারকে যোগ করা হয়েছে। তারা হলেন- ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার জ্যানেট ব্রিটিন, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এবং দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার শন পোলক।

এই তিনজনসহ আইসিসির হল অব ফেমে থাকা ক্রিকেটারের সংখ্যা এখন ১০৬।

ইংল্যান্ড নারী ক্রিকেট দলের হয়ে ১৯৭৯ থেকে ১৯৯৮ পর্যন্ত খেলেছেন ব্রিটিন। মাত্র ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিলো তার। ১৯ বছরের ক্যারিয়ারে ২৭ টেস্টে ১৯৩৫ রান করেন ব্রিটিন। পাঁচটি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরি ছিলো তার। ৬৩টি ওয়ানডেতে ২১২১ রান করেন তিনি। টেস্টে ৯টি ও ওয়ানডেতে ৮টি উইকেট নেন ব্রিটিন।

শ্রীলঙ্কার জয়াবর্ধনে ৬৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১৪৯টি টেস্ট, ৪৪৮টি ওয়ানডে ও ৫৫টি টি-টোয়েন্টি ছিলো। টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৫০টি হাফ-সেঞ্চুরিতে ১১৮১৪ রান করেছেন জয়াবর্ধনে। ১৯টি সেঞ্চুরিতে ও ৭৭টি হাফ-সেঞ্চুরিতে ১২৬৫০ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে ১টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৪৯৩ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯৫ সালে অভিষেক হয় পোলকের। সেটি ছিলো টেস্ট ম্যাচ। পরের বছর ওয়ানডেতে পথচলা শুরু হয় তার। ২০০৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিলো তার। ক্যারিয়ারে ১০৮টি টেস্টে ৩৭৮১ রান ও ৪২১ উইকেট, ওয়ানডেতে ৩৫১৯ রান ও ৩৯৩ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৮৬ রান ও ১৫ উইকেট শিকার করেন পোলক।

২০০৯ সালে সর্বপ্রথম চালু হয় এই আইসিসি হল অব ফেম। আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শুরুর আগে ব্রিটিন-জয়াবর্ধনে ও পোলককে এই সম্মাননা তুলে দিবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।