মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেলেন মার্কিন সাংবাদিক

Daily Ajker Sylhet

newsup

১৫ নভে ২০২১, ০৭:৩২ অপরাহ্ণ


মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেলেন মার্কিন সাংবাদিক

নিউজ ডেস্কঃ

মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়েছেন মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টার। যদিও তিন দিন আগে মিয়ানমারের সামরিক আদালত তাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল। তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি ও বেআইনি সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল।

ড্যানি ইয়াঙ্গুনভিত্তিক ইংরেজি নিউজ সাইট ফ্রন্টিয়ার মিয়ানমারে কাজ করেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে মুক্তি পাওয়ার পর তিনি বিমানে করে মিয়ানমার ত্যাগ করেছেন। এদিকে দেশটির জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুন ড্যানির মিয়ানমার ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি অনলাইনের।

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক। ফেব্রুয়ারিতে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর আটক হাজার হাজার মানুষ এবং বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে তিনিও আটক হয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।