যুক্তরাষ্ট্রকে ছাড়াই যৌথ সামরিক বাহিনী গড়তে চায় ইইউ

Daily Ajker Sylhet

newsup

১৬ নভে ২০২১, ০৯:১১ অপরাহ্ণ


যুক্তরাষ্ট্রকে ছাড়াই যৌথ সামরিক বাহিনী গড়তে চায় ইইউ

নিউজ ডেস্কঃ 

প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়া বিভিন্ন সংকট সামলাতে একটি যৌথ সামরিক বাহিনী গড়তে আলোচনা করছেন ইইউ সদস্য দেশগুলোর। ২০২৫ সালের মধ্যে সর্বোচ্চ পাঁচ হাজার সদস্যের এই বাহিনী গড়তে চায় ইইউ৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়েচভেলে।

এ লক্ষ্যে ২৮ পৃষ্ঠার একটি খসড়া তৈরি করেছেন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেল৷ ইইউ মন্ত্রীরা সোমবার (১৫ নভেম্বর) ব্রাসেলসে এই খসড়া নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন৷ মঙ্গলবারও আলোচনা চলবে৷ আগামী মার্চের মধ্যে খসড়াটি চূড়ান্ত করার পরিকল্পনা করা হয়েছে৷

‘ইইউ ব়্যাপিড ডিপ্লয়মেন্ট ক্যাপাসিটি’ নামের এই বাহিনীতে ইইউর ২৭ সদস্য রাষ্ট্রের সবার অংশগ্রহণ বাধ্যতামূলক থাকবে না৷ তবে এই বাহিনী মোতায়েন করতে ঐকমত্যের প্রয়োজন হবে৷

ইইউ নেতারা দুই দশক আগে ৫০-৬০ হাজার সদস্যের একটি শক্তিশালী বাহিনী গঠন করতে একমত হলেও তা বাস্তবায়িত হয়নি৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।