নাগরপুরে বেগম রোকেয়া দিবস পালিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:১৪, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নাগরপুরে বেগম রোকেয়া দিবস পালিত

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২১
নাগরপুরে বেগম রোকেয়া দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তারের সঞ্চালনায় জয়িতাদের স্বীকৃতি সরুপ ক্রেষ্ট, সার্টিফিকেট প্রদান ও সংবর্ধনা দেয়া হয়।
এ সময় নারী নির্যাতনের প্রতিরোধে করনীয় কাজের বিষয়ে আলোচনা করা হয়।
আলোচকরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনীর উপর বক্তব্য রাখেন।

বেগম রোকেয়া নারী ক্ষমতায়ন ও নারীদের জীবন যাত্রার মান উন্নয়নের অগ্রদূত হিসেবে কাজ করেছেন।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর মুসলিম নারী জাগরণের জন্যই হয়তো তার জন্ম হয়েছিল।
তার লেখা সাহিত্যের প্রতিটি লাইনে রয়েছে নারী জাগরণের কথা। তিনি শুধু বাঙালি মুসলিম নারীদের জন্য নয় পুরো পৃথিবীর নারীদের জাগরণে নেতৃত্ব দিয়েছেন।

“ঐ সময় বেগম রোকেয়া পদক্ষেপ গ্রহণ না করলে হয়তো আজ আমাদের নারীরা দেশে চাকরি করতে পারতাম না”। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সিফাত-ই জাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলার বিভিন্ন জয়িতারা।

Attachments area
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।