জোহানেসবার্গে পরাজয়ের দ্বারপ্রান্তে ভারত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৫৮, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জোহানেসবার্গে পরাজয়ের দ্বারপ্রান্তে ভারত

newsup
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২২
জোহানেসবার্গে পরাজয়ের দ্বারপ্রান্তে ভারত

স্পোর্টস ডেস্কঃ সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারত। এর আগে ওই মাঠে কখনোই টেস্ট ম্যাচ জিততে পারেনি তারা। তবে এবার বিরাট কোহলির নেতৃত্বে স্বাগতিকদের হারাতে সক্ষম হয়েছে সফরকারীরা। কিন্তু জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই পরাজয়ের দ্বারপ্রান্তে ভারত।

এই টেস্টে খেলছেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ফলে প্রথমবারের মতো টেস্ট অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন লোকেশ রাহুল। গতকাল (৫ জানুয়ারি) জোহানেসবার্গে তৃতীয় দিন শেষে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১২২ রান। তাদের হাতে আছে ৮ উইকেট। আজ চতুর্থ দিন কোনো অঘটন না ঘটলে এই টেস্টটি স্বাগতিকদের পক্ষেই যাচ্ছে, এটা অন্তত বলে দেওয়া যায়।

টস জিতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হয়ে যায়। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২২৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে দ্বিতীয় ইনিংসে মোট ২৬৬ রান সংগ্রহ করে ভারত। এতে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪০ রান।

এরই মধ্যে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৪৬ রানে অপরাজিত আছেন ডিন এলগার এবং ১১ রানে ব্যাট করছেন রাসি ভ্যান ডের ডুসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।