বিজেপিকে আর ভোট নয়  - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:২৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিজেপিকে আর ভোট নয় 

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২২
বিজেপিকে আর ভোট নয় 

নিউজ ডেস্কঃ নরেন্দ্র মোদি তিন কৃষি আইন প্রত্যাহার করলেও কৃষকদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই পালন করেননি। উত্তর প্রদেশের ভোটের আগে এই অভিযোগ তুলে কৃষক সংগঠনগুলোর মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা বিজেপিকে ‘শাস্তি’ দেওয়ার আহ্বান জানালো।

এদিকে গতকাল মোর্চা নেতারা বৈঠক করে ‘মিশন উত্তর প্রদেশ’ নামক প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে, যার মূলমন্ত্র হবে, ‘কৃষকবিরোধী’ বিজেপিকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের কাছে আহ্বান জানানো।

রাকেশ টিকায়েত, হান্নান মোল্লা, দর্শন পালের মতো কৃষক নেতারা দিল্লিতে ঘোষণা করেছেন, তারা উত্তর প্রদেশের প্রতিটি জেলা, ব্লক ও গ্রামে গিয়ে প্রচার করে চাষিদের কাছে বিজেপিকে ‘শাস্তি’ দিয়ে হারানোর আর্জি জানাবেন। এই আর্জি জানাতে চাষিদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটি আবেদনপত্রও তৈরি করা হয়েছে।

সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, গ্রামে গ্রামে এই প্রচারপত্র ছড়িয়ে দেওয়া হবে। ‘কৃষক আন্দোলনের এক সিপাই’-এর তরফ থেকে এই আবেদন জানানো হবে। তাতে লখিমপুর খেরির ঘটনা থেকে কৃষক আন্দোলনের সময় ৭০০ কৃষকের মৃতু্যর কথা উল্লেখও থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।