ইউক্রেনের অস্ত্রবাহী উড়োজাহাজ ভূপাতিতের দাবি রাশিয়ার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:০০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনের অস্ত্রবাহী উড়োজাহাজ ভূপাতিতের দাবি রাশিয়ার

newsup
প্রকাশিত জুন ৪, ২০২২
ইউক্রেনের অস্ত্রবাহী উড়োজাহাজ ভূপাতিতের দাবি রাশিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদবাহী একটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরের কাছে বিমানটি ভূপাতিত করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেনের সুমি অঞ্চলে একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেখানে বিদেশি প্রশিক্ষকরা কাজ করতেন। আরেক হামলায় ওডেসা অঞ্চলে ‘বিদেশি ভাড়াটে’ বাহিনীর একটি আউটপোস্ট গুঁড়িয়ে দেওয়ারও দাবি করে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।