কিস্তিতে পণ্য কেনার সুবিধা আনছে অ্যাপল - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

কিস্তিতে পণ্য কেনার সুবিধা আনছে অ্যাপল

newsup
প্রকাশিত জুন ১০, ২০২২
কিস্তিতে পণ্য কেনার সুবিধা আনছে অ্যাপল

ডেস্ক নিউজ, ঢাকা: বাই নাউ, পে লেটার’ বা সংক্ষেপে ‘বিএনপিএল’ সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে অ্যাপল। এটি তাদের নতুন আইওএস-১৬ এর একটি অংশ বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই সার্ভিসের মাধ্যমে আমেরিকার একজন ক্রেতা ছয় সপ্তাহে চার কিস্তিতে কোনও সুদ ছাড়াই মূল্য পরিশোধ করতে পারবে। তবে বিএনপিএল সার্ভিসটি সম্প্রতি মার্কিন যুক্তরাজ্যে অনিয়ন্ত্রিত হওয়ায় সমালোচনার শিকার হয়েছে। গত বছর ডিসেম্বরে প্যানারোমার একটি প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাজ্যে প্রায় ১৫ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ এই সার্ভিসটি ব্যবহার করেছে। বলা হচ্ছে, সাধারণ মানুষ এই সার্ভিসটির উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। সেখানে প্রতি ১২ জনে একজন করে সেই সার্ভিসটি ব্যবহার করছে। বেশিরভাগ মানুষ এই সার্ভিসের মাধ্যমে খাবার এবং অন্যান্য জিনিস কিনছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।