প্রধানমন্ত্রীকে কটূক্তি করা থেকে বিরত থাকতে বললেন ফখরুল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা থেকে বিরত থাকতে বললেন ফখরুল

newsup
প্রকাশিত জুন ২৪, ২০২২
প্রধানমন্ত্রীকে কটূক্তি করা থেকে বিরত থাকতে বললেন ফখরুল

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীকে কটূক্তি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুন) বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি যদি এই ভাষায় কথা বলতে থাকেন, তা দুর্ভাগ্যজনক। তার (প্রধানমন্ত্রী) কটূক্তি করা থেকে বিরত থাকা উচিত। তিনি সকলের প্রধানমন্ত্রী হতে পারেননি।

বিএনপির মহাসচিব বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত নন, বারবার এর উত্তর দিতে ভালো লাগে না। তিনি (প্রধানমন্ত্রী) রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত ভাষা ব্যবহার করেন। আমার মনে হয়, তিনি নিজে এই সমস্ত কথা না বলে তার যে চাটুকার দল আছে, তাদের দিয়ে বলালেই তো পারেন। এটা আমার কাছে নোংরা ব্যাপার মনে হয়।

‌‘তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশে গেছেন’ শেখ হাসিনার এমন মন্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, অনেকেই তো মুচলেকা দিয়ে বিদেশে গেছেন। রাজনৈতিক শিষ্টাচার এবং মূল্যবোধের যেটুকু অবশিষ্ট আছে, বিএনপি তা মেনে চলতে চায়। আমরা এ রকম অপমানজনক নোংরা কথা বলতে চাই না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।