ডেস্ক রিপোর্ট, ঢাকা:পরাণ’ ঝড়ের ভেতরেই ঢালিউডে বইছে এখন থেমে থেমে দমকা ‘হাওয়া’। ঈদের তৃতীয় সপ্তাহে সাধারণত সিনেমা পাড়ায় কিছুটা ধীর অবস্থা চলে আসে। তবে এবার বদলে গেলো আবহাওয়া!
মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’ মুক্তির আগেই বেশ ভালো প্রভাব ফেলেছে। ঈদের তৃতীয় সপ্তাহে (২৯ জুলাই) ছবিটি মুক্তি পেতে যাওয়ায় এখনও প্রেক্ষাগৃহগুলো সরগরম। বিশেষ করে, দেশের অভিজাত চেইন স্টার সিনেপ্লেক্সের মতো আধুনিক প্রেক্ষাগৃহগুলো লুফে নিয়েছে ‘হাওয়া’। তবে এই দমকা ‘হাওয়া’র মধ্যেও থেমে নেই রায়হান রাফির ‘পরাণ’ ঝড়। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটিকে ঘিরে তৃতীয় সপ্তাহেও ভালো আগ্রহ আছে দর্শকদের।
এই সংবাদটি 1,228 বার পড়া হয়েছে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।