ডেস্ক নিউজ, ঢাকা: প্রশংসিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এ দেখা গিয়েছিল জাকিয়া বারী মমকে। কাজ করেছিলেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। এবার আসছেন নোরা হয়ে। আগামীকাল (৪ আগস্ট) মুক্তি পাচ্ছে নতুন সিরিজ ‘হাই অন লাইফ’। ওটিটি প্ল্যাটফর্ম ঝাক্কাস এটি আনছে। যেখানে মমকে দেখা যাবে গুলশানের বনেদি পরিবারের সন্তান হিসেবে। ওয়েব ফিল্মটির গল্প ও পরিচালনায় আছেন আরিফ এ আহনাফ। চিত্রনাট্য ফরহাদ হোসেনের।
এই সংবাদটি 1,226 বার পড়া হয়েছে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।