সাব্বির-সৌম্যকে বিবেচনায় রেখেছেন নির্বাচকরা

Daily Ajker Sylhet

newsup

০৮ আগ ২০২২, ০৩:৩৩ অপরাহ্ণ


সাব্বির-সৌম্যকে বিবেচনায় রেখেছেন নির্বাচকরা

ডেস্ক নিউজ, ঢাকা: কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। জিম্বাবুয়ে সিরিজে অপেক্ষাকৃত নবীনদের দিয়ে চেষ্টা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় সাকিব-মুশফিকদের ছাড়া দলটি। এর মধ্যে নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বির ইনজুরিতে এশিয়া কাপের দল গঠন নিয়েই দুশ্চিন্তায় নির্বাচকরা। ৮ আগস্টের মধ্যে স্কোয়াড ঘোষণার জন্য সময় বেঁধে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিসিবির আবেদনের প্রেক্ষিতে সংস্থাটি আরও তিনদিন সময় বাড়িয়ে দেয়। অর্থাৎ আগামী ১১ আগস্টের মধ্যে বিসিবিকে দল ঘোষণা করতে হবে। এদিকে বেটিং সাইটের সঙ্গে সাকিবের চুক্তির কারণে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে তার নামও ঘোষণা করতে পারছে না বিসিবি। ইতিমধ্যে সাকিবের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করার চেষ্টায় সংস্থাটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।