ইসরায়েলের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে তুরস্ক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:২৮, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইসরায়েলের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে তুরস্ক

newsup
প্রকাশিত আগস্ট ১৭, ২০২২
ইসরায়েলের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক  সম্পর্ক পুনঃস্থাপন করবে তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের সঙ্গে ফের পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে তুরস্ক। বিষয়টি নিয়ে এরইমধ্যে উভয় পক্ষ সম্মত হয়েছে। সম্পর্কের ক্রমান্বয়ে উন্নতির পর রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারেও একমত হয়েছে আঙ্কারা ও তেল আবিব। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের সঙ্গে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। পরে ইয়ার ল্যাপিডের দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘সম্পর্কের উন্নতি দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করা, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও জোরালো করতে অবদান রাখবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।