BengaliEnglishFrenchSpanish
পুলিশের নৌকায় বিয়ের ভেন্যুতে পৌঁছালেন তারা - BANGLANEWSUS.COM
  • ৩০শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ


 

পুলিশের নৌকায় বিয়ের ভেন্যুতে পৌঁছালেন তারা

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২২
পুলিশের নৌকায় বিয়ের ভেন্যুতে পৌঁছালেন তারা

ইন্টারন্যাশনাল ডেস্ক: নৌকা ভ্রমণে গিয়ে বিপদে পড়া লোকজনকে সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের বোস্টন পুলিশের বন্দর টহল ইউনিট। তবে সম্প্রতি সেখানে ভিন্ন ধরনের এক ঘটনার অবতারণা হয়। আটকে পড়া একদল বরযাত্রীর জন্য নৌকা নিয়ে এগিয়ে যান জো ম্যাথিউস নামের একজন কর্মকর্তা। বোস্টন হারবারের মাঝামাঝি থম্পসন দ্বীপে প্যাট্রিক মাহোনি নামের এক ব্যক্তির বিয়ের কথা ছিল। কিন্তু যে নৌকাটি তাকে সেই দ্বীপে নিয়ে যাওয়ার কথা সেটি ভেঙে যায়। ফলে বরযাত্রী, ফটোগ্রাফার, ডিজে এবং ফুলের আয়োজনও আটকে যায় মূল ভূখণ্ডে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।