১০ দিনে হিমালয়ের ৪টি শৃঙ্গ জয় বাংলাদেশের ২ পর্বতারোহীর

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৩ অক্টো ২০২২, ১২:৩২ অপরাহ্ণ


১০ দিনে হিমালয়ের ৪টি শৃঙ্গ জয় বাংলাদেশের ২ পর্বতারোহীর

ডেস্ক নিউজ: বাংলাদেশের দুই পর্বতারোহী সালেহীন আরশাদী এবং ইমরান খান অজিল মাত্র দশদিনে হিমালয়ের পশ্চিম অংশের চারটি শৃঙ্গ আরোহণ করেছেন। চারটি শৃঙ্গের মধ্যে তিনটি ছিল ছয় হাজারী।‘গোজায়ান অভিযান লাদাখ’ শিরোনামে পর্বতারোহী জুটি কাং ইয়াতসে ২ (৬২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬২১৪ মি), রিগিওনি মাল্লাই রি ১ (৬১২০ মি) এবং কঙ্গা রি (৫৭৫৫ মি) এই চারটি শৃঙ্গ আরোহণ করেন। শৃঙ্গগুলো ভারতের উত্তরাঞ্চলের লাদাখে অবস্থিত, যা লিটল তিব্বত নামেও পরিচিত।সালেহীন এবং অজিল গত ৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন এবং পরের দিন লাদাখের রাজধানী লেহ পৌঁছান। প্রয়োজনীয় পারমিট এবং সরঞ্জাম সংগ্রহের পর তারা ট্রেক শুরু করেন ৮ সেপ্টেম্বর। দুই দিন পরে কাং ইয়াতসে ২ বেস ক্যাম্পে পৌঁছান পর্বতারোহী জুটি। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে তারা আরোহণ শুরু করেন এবং দুপুর ১২টা ০৮মিনিটে তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২৫৪ মিটার উঁচু কাং ইয়াতসে ২ এর চুড়ায় পৌঁছাতে সক্ষম হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।