যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের মিশিগানসহ অন্যান্য রাজ্যে আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এবারের নির্বাচনে বাইডেন প্রশাসনের জন্য আগামী ৪ বছর মেয়াদি মিশিগান রাজ্যের গভর্নর পদটি ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ।
আজ মঙ্গলবার মিশিগানের ওয়ারেন সিটি শাহী প্যালেস রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ-আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এমআই-বিএডিসি) এর নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দেশটির বিভিন্ন গণমাধ্যমের জরিপে দেখা যায়, বর্তমান গভর্নর গ্রিচেন হোয়াইটমার এগিয়ে থাকলেও রিপাবলিকান সমর্থিত প্রার্থী টোডর ডিক্সন ও এগিয়ে যাচ্ছেন।
সময় যত ঘনিয়ে আসছে দুই প্রার্থীর জনপ্রিয়তা প্রায় সমানে সমানে চলে আসছে। ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে ডেমোক্র্যাট সমর্থিত গভর্নর প্রার্থী গ্রিচেন হোয়াটমার, অ্যাটর্নি জেনারেল ডেনা নেসেলসহ অন্যান্য পদের প্রার্থীদের জন্য দুদিন আগে মিশিগানে নির্বাচনী প্রচারণায় এসেছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।